• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

নড়িয়ায় নৌকার নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলের বোমা হামলা


FavIcon
নুরুজ্জামান শেখ, শরীয়তপুরঃ
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ০৫:০৩ পিএম
নড়িয়ায় নৌকার নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর মিছিলের বোমা হামলা
ছবি: সংগৃহীত

শরীয়তপুর নড়িয়ায়-২ আসনে নৌকার নিশ্চিত পরাজয় জেনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী মিছিলের উপর বোমা হামলা।সন্ত্রাসী বোমা হামলার ঘটনায় ১৫ জন আহত, পাঁচজন গুরুতর জখম।ওই হামলার ঘটনায়  নজরুল খলিফা  নামে এক ব্যক্তি আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। গত ৩০ ডিসেম্বর বিকেল পাঁচটার  দিকে নড়িয়া  পৌরসভার ৩ নং ওয়ার্ডের মূলফতগঞ্জ গ্রামের বাঁশতলা নামক স্থানে জঘন্যতম সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সরেজমিন ঘুরে  স্থানীয় সূত্রে জানা যায়, নড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর ঈগল প্রতীকের নির্বাচনী মিছিল নিয়ে বাঁশতলা থেকে মূলফতগঞ্জ যাওয়ার পথে  নৌকার পোস্টার লাগানো একটি সাদা মাইক্রোবাস থেকে চিহ্নিত সন্ত্রাসীরা নেমে অতর্কিতভাবে ওই মিছিলের উপর বোমা বিস্ফোরণ ঘটায় এবং দেশীয় ধারালো  রামদা সেনদা লাঠি সোটা লোহার রড দিয়ে এলোপাথারি ভাবে হামলা চালায়। হামলার ঘটনায় ঘটনাস্থলেই গুরুতরভাবে পাঁচজন রক্তাক্ত  জখম হয়।সন্ত্রাসী হামলার ঘটনায় নজরুল খলিফা নামক এক জনের অবস্থা আশঙ্কাজন।ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় নজরুল খলিফাকে শরীয়তপুর সদর হাসপাতালে  পাঠানো হলে পরবর্তীতে শরীয়তপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজন  অবস্থায় ঢাকায় রেফার করে।জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে স্বতন্ত্র প্রার্থী ডাক্তার খালেদ শওকত আলী গণমাধ্যমকে জানান, নৌকা প্রার্থী একেএম এনামুল হক শামীম তার নিশ্চিত পরাজয় জেনে আমার ঈগল প্রতীকের সমর্থক কর্মীর উপর নেক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে।তিনি আরো জানান হামলার ঘটনার বিষয়টিকে জেলা নির্বাচন কমিশনার কে অবগত করেছি  এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা হয়েছে ।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মুস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান,বোমা হামলার ঘটনা কে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে ইতিমধ্যে  চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা  অব্যাহত আছে।


Side banner
Link copied!